জলাবদ্ধতা সমস্যা ঢাকার উত্তরার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের কারণ বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।
উত্তরার ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১টার দিকে তিনি এ মন্তব্য করেন।
ছাত্র-জনতার অভ্যুত্থান সফলে উত্তরাবাসীর বিশেষ অবদান রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত ১৬-১৭ বছর ধরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, তাদের সব রকমের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের এই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই অনেকে তাদের স্বজনদের হারিয়েছে।
তিনি বলেন, ২০২৪ এর যেই গণ-অভ্যুত্থান ঘটেছিল, সেই অভ্যুত্থানে উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। ৫ আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে উত্তরার মানুষের বিশাল অবদান রয়েছে। ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে।
একইসঙ্গে আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে ব্যাপারেও সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
উত্তরায় গ্যাসের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা প্রতি মাসে বিল দেন, কিন্তু ঠিকমতো গ্যাস পান না। এটা শুধু এই এলাকার সমস্যা না। এটা পুরো দেশের সমস্যা। বিগত সময়ে আমরা দেখেছি, দেশে নতুন কোনো গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি। আমাদেরকে এই সমস্যার সমধান করতে হবে। নতুন শিল্প কারখানা করতে হবে।
এ ছাড়াও পানির সমস্যা, জলাবদ্ধতা দূর করা ও যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তারেক রহমান।
বিএনপি চেয়ারম্যান বলেন, গণতন্ত্র সুসংহত করতে পারলে দেশে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।