ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা শাখা। মঙ্গলবার বিকালে উপজেলার ০৩ নং ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী বাজারসহ আশপাশে উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নূর ইসলাম (ধর্মপুর ইউপি চেয়ারম্যান), যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা রোস্তম আলী, যুগ্ম আহ্বায়ক মমিনুর ইসলাম (মমিন), যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান বুলেট, যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম রেজা, সদস্য মোঃ তরিকুল ইসলাম, সদস্য মোঃ খায়রুল আলম বাবু প্রচারণার কার্যক্রমের সময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইসুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি বেলাল হোসেন, উপজেলা মহিলাদলের আহ্বায়ক জেবুন নাহার প্রমূখ সাথে ছিলেন। নেতৃবৃন্দ বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থীকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।