বগুড়ার শেরপুর উপজেলায় মাদক নির্মূল ও অপরাধ দমনে সেনাবাহিনীর চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দেশীয় মদ ও বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ দুইজন সক্রিয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ২৭ জানুয়ারী মঙ্গলবার বগুড়ার শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখের নেতৃত্বে একটি টহল দল উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ১২ বোতল দেশীয় মদ এবং প্রায় ২ হাজারটি নতুন খালি মদের বোতল উদ্ধার করা হয়। এসময় দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রাজিব বাসফর (পিতা: সঞ্জয় বাসফর) এবং হৃদয় বাসফর (পিতা: মৃত লালজি বাসফর)। তারা উভয়েই শেরপুর পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদক ও সরঞ্জামসহ তাদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।