“খেলাধুলায় গড়বো দেশ, তারুণ্যের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় আন্তঃপ্রাতিষ্ঠানিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় পবা উপজেলার বায়া সরকারি শিশু সদনে রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করা হয়।
বক্তারা বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম তরুণদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যেমন মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে দূরে রাখে, তেমনি শারীরিক সুস্থতা বজায় রাখতেও সহায়তা করে।
তারা আরও বলেন, আজকের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগর। খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে একটি শক্তিশালী, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, উপ-মহাপুলিশ মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, আরএমপি পুলিশ কমিশনার ড. মোঃ জিল্লুর রহমান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মোস্তাক হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ থেকে আসা শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।