আগামীকাল রাজশাহীতে আসছেন তারেক রহমান

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:২১ পিএম
আগামীকাল রাজশাহীতে আসছেন তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর রাজশাহী সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। আগামীকাল বৃহস্পতিবার প্রথমে রাজশাহী, এরপর নওগাঁ এবং পরে বগুড়ায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। তিনি এ অঞ্চলের মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরবেন। পাশাপাশি নির্বাচনে তিনি ধানের শীষে ভোট চাইবেন। দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নামবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে তাঁর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে যাওয়ার কথা। তবে তারেক রহমানের জন্য পথে পথে অপেক্ষায় থাকবেন হাজারও নেতাকর্মী। সে কারণে জনসভাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হতে পারে। এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নেবেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান নওগাঁ যাবেন। নওগাঁর এটিএম মাঠে জনসভায় যোগ দেবেন। নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। রাতে বগুড়ার আলতাফুন্নেসা মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতাকর্মীরা অংশ নেবেন। বগুড়ায় যাবেন পাবনা ও সিরাজগঞ্জের নেতাকর্মীরা। রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, ‘আমাদের চেয়ারম্যান রাজশাহী আসার সিদ্ধান্তের পর থেকে আমরা সবাই ইতিহাস ঘাঁটছি, তিনি শেষবার কবে রাজশাহী এসেছিলেন। এগুলোই পর্যালোচনা চলছে। আমরা ভীষণভাবে আনন্দিত যে এতদিন পরে হলেও তিনি রাজশাহী আসছেন। তাঁর জন্য আমরা অনেক আশা নিয়ে প্রতীক্ষায় আছি।’ বিএনপির নেতাকর্মীরা বলছেন, শুধু রাজশাহীর জনসভায় তিন জেলা থেকে ৪-৫ লাখ নেতাকর্মী অংশ নেবেন। মাদ্রাসা ময়দানে এত লোক ধারণ হবে না। এ জন্য মাঠের আশপাশে প্রচুর নেতাকর্মী থাকবেন। এখান থেকেই তিনি উত্তরের মানুষকে নিয়ে তারেক রহমান তার স্বপ্ন ও পরিকল্পনার কথা বলবেন। পাশাপাশি তিনি তিন জেলার ধানের শীষের ১৩ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। তারেক রহমানের বক্তব্যে রাজশাহীর পদ্মা নদী, ঐতিহ্যের সিল্ক ও বরেন্দ্র অঞ্চলের পানি সংকটের সমাধান নিয়ে নিজের ভাবনা তুলে ধরতে পারেন। তাছাড়া এ অঞ্চলের পান, মাছ, আম ও সিল্ক নিয়েও তাঁর পরিকল্পনার কথা জানাতে পারেন। বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘২২ বছর আগে ২০০৪ সালে তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন। তিনি তৃণমূলে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে মতবিনিময় করেছিলেন। তারপর আর আসা হয়নি। এতদিন পর তাকে আগমনকে ঘিরে আমরা সবাই উচ্ছ্বসিত।’
আপনার জেলার সংবাদ পড়তে