পাবনা-২আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা

এফএনএস (সুজানগর, পাবনা) :
| আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৫:২২ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০২:৪৩ পিএম
পাবনা-২আসনে ধানের শীষের প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা

পাবনা-২ সংসদীয় আসন ইতিপূর্বে সুজানগর উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন এবং বেড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত ছিল। কিন্তু নির্বাচন কমিশন আসন পুনর্বিন্যাস করায় বর্তমানে সুজানগর এবং বেড়া উপজেলা নিয়ে ৬৯ পাবনা-২আসন গঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে  ৫জন সংসদ সদস্য পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমীর মোঃ হেসাব উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আফজাল হোসেন খান কাশেমী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ মেহেদী হাসান রুবেল ও গণফোরাম মনোনীত প্রার্থী সেখ নাসির উদ্দিন। তবে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মাঠে সরব বিএনপি মনোনীত পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিব ও জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সুজানগর উপজেলা জামায়াতে ইলামীর আমীর মোঃ হেসাব উদ্দিন। অন্যান্য দলের প্রার্থীদের নির্বাচনী মাঠে ২/৪টি নির্বাচনী ব্যানার দেখা গেলেও গণসংযোগ কিংবা সভাসমাবেশ চোখে পড়ছেনা। তবে প্রতীক বরাদ্দের পর থেকেই বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী এডঃ এ.কে.এম সেলিম রেজা হাবিবের প্রচার-প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনী এলাকা। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হেসাব উদ্দিনও জোড় প্রচারণা চালাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিএনপি মনোনীত প্রার্থীর পাশাপাশি জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীও ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। পাশাপাশি উভয় প্রার্থী নির্বাচনে জয় লাভ করতে পারলে এলাকার উন্নয়নে বিভিন্ন অবদান রাখার প্রতিশ্রুতি দিচ্ছেন। তবে এলাকার রাজনৈতিক সচেতন মহল বলছেন এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হেসাব উদ্দিন এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমনকি এ আসনে ইতিপূর্বে অনুষ্ঠিত কোন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নাই। পক্ষান্তরে বিএনপি মনোীত প্রার্থী সেলিম রেজা হাবিব এ দফা দিয়ে ৭বার এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সেকারণে প্রচার-প্রচারণায় সেলিম রেজা হাবিব জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হেসাব উদ্দিনের চেয়ে সুবিধাজনক অবস্থায় আছেন। নির্বাচনী এলাকার মানিকহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই খান বলেন পাবনা-২ আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবের প্রচার-প্রচারণা তুঙ্গে। তাছাড়া পাবনা-২আসন বিএনপির একটি ভোট ব্যাংক। এ আসনে জামায়াতে ইসলামী এবং অন্যান্য দলের ভোট এবং কর্মী সমর্থক থাকলেও তৃণমূল পর্যায়ে বিএনপির মতো কোন শক্তিশালী সংগঠন নেই। পাশাপাশি বিএনপি মনোনীত প্রার্থী এ.কে.এম সেলিম রেজা হাবিব একজন কর্মীবান্ধব নেতা তথা বলিষ্ঠ সংগঠক। তাছাড়া তিনি বিগত দিনে এমপি থাকাকালে নির্বাচনী এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং ব্রিজ কালভার্টসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। সেকারণে এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিবকে নির্বাচনে জয় নিশ্চিত করতে দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোঃ হেসাব উদ্দিন বলেন নির্বাচনে আমি এই প্রথম প্রতিদ্বন্দ্বিতা করলেও নির্বাচনী মাঠে আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। কাজেই আমি জয়ের ব্যাপারে আশাবাদি।

আপনার জেলার সংবাদ পড়তে