চাঁদপুরে জনগণকে গণভোটে উৎসাহ প্রদানে সমর্থন জানালেন শিক্ষার্থীরা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪২ পিএম
চাঁদপুরে জনগণকে গণভোটে উৎসাহ প্রদানে সমর্থন জানালেন শিক্ষার্থীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণের অংশগ্রহণের জন্যে উৎসাহ প্রদান করতে হাত উঠিয়ে সমর্থন জানালেন চাঁদপুরের পুরান বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে পুরান বাজার ডিগ্রি কলেজ মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে জনগণের অংশগ্রহণ নিশ্চিতে জনসচেতনতামূলক অবহিতকরণ সভায় এমনটাই লক্ষ্য করা যায়। আয়োজিত সভায় গণভোটের বিষয়াবলী সম্পর্কে আলোচনার পাশাপাশি, ডকুমেন্টারির মাধ্যমে স্বল্পদৈর্ঘ্য নাটিকা উপস্থাপন এবং সরকারে বিশেষ বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। এসময় পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমানের অনুপ্রেরণামূলক বক্তব্যের একপর্যায়ে উপস্থিত শিক্ষার্থীরা ভোট দিয়ে নিজের মত প্রকাশের আশ্বাস এবং আশেপাশে থাকা সাধারণ জনগণদেরও গণভোটে অংশগ্রহণের উৎসাহ প্রদান করার জন্যে হাত উঠিয়ে সম্মতি দেন। এরআগে কলেজের প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সভায় গণভোট সম্পর্কে সরকারে বিশেষ বার্তা এবং তার বিষয়াবলি সম্পর্কিত মূখ্য আলোচকের বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। এতে পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মোঃ শোয়ায়েব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন-কলেজ শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক মো. মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাফিজা মজিব। এছাড়াও মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে ডিএনসি চাঁদপুরের সহকারি পরিচালক বলেন, পড়াশুনা করে মানুষের মত মানুষ হতে হবে। মাদককে না বলতে। দুষ্টামির স্থলেও মাদকের কাছে যাওয়া যাবে না। মাদকের ভয়াল থাবায় দেশকে রক্ষা করতে নিজেকে সচেতন থাকতে হবে। মিজানুর রহমান আরো বলেন, একটা পরিবারে সম্পদ ও সম্মান যতই থাকুক যদি সেই পরিবারের একজন যদি মাদকাসক্ত থাকে, তাহলে সেই পরিবার ধ্বংসের জন্যে আর কিছুর প্রয়োজন নেই। শুধু পরিবার নয়, একটা সুস্থা জাতিকে বাঁচাতে হলে যুব সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে