আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর-৩ (পবা–মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন গণসংযোগ ও পথসভা করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় এসব গণসংযোগ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, পবা–মোহনপুরসহ সারা দেশে ধানের শীষের পক্ষে জনসমর্থনের জোয়ার সৃষ্টি হয়েছে। যত ষড়যন্ত্রই হোক, রাজশাহী বিভাগের প্রতিটি আসনে ধানের শীষ বিজয়ী হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি দাবি করেন, বিএনপি জনগণের দল এবং অতীতে দলটিকে দুর্বল করার নানা চেষ্টা হলেও জনগণের সমর্থনের কারণে তা সফল হয়নি। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে নারীর অধিকার ও ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দেবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড চালু, কৃষিতে ভর্তুকি বৃদ্ধি, কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ এবং সেচব্যবস্থা উন্নয়নে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে। দখল বা ভরাট হয়ে পানি চলাচল বন্ধ হয়ে যাওয়া খালগুলো পুনঃসংস্কার ও উদ্ধার করা হবে বলেও জানান তিনি।
অ্যাডভোকেট মিলন আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে মোহনপুর এলাকার রাস্তাঘাট সংস্কার ও নতুন সড়ক নির্মাণ করা হবে, যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারেন। শিক্ষা প্রতিষ্ঠান ও সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের কথাও উল্লেখ করেন তিনি। ইমাম, মোয়াজ্জিন, খাদেম, ঠাকুর ও পুরোহিতসহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের ভাতার আওতায় আনার প্রতিশ্রুতিও দেন।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার কথা রয়েছে। সুস্থ ও সুন্দর জাতি গঠনে ক্রীড়ার গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে প্রতিহিংসার রাজনীতি নয়, সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে প্রার্থী এলাকায় পৌঁছালে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়। বিভিন্ন স্থানে নারী-পুরুষ ভোটাররা রাস্তার ধারে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। উপস্থিত অনেকেই ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে দলীয় নেতাকর্মীরা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামীমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, মৌগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন সরকার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, পবা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ, হাটা পৌর ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমানসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।