মোল্লাহাটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৫২ পিএম
মোল্লাহাটে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

বাগেরহাটের মোল্লাহাটে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। এ সময় তিনি বলেন, “পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদেরকে সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, বিদ্যালয়ের এমন আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী ও সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক, সাংবাদিক কেএম মাহামুদুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকগণ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। উদ্বোধনী দিনে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। তিন দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে