তানোরে অফিস কক্ষে এসিল্যান্ডের উপর হামলা, গ্রেপ্তার ৩

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০৪ পিএম
তানোরে অফিস কক্ষে এসিল্যান্ডের উপর হামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর তানোরে ভূমি অফিস কক্ষে শোনানী চলাকালীন সময়ে অন্যায় আবদার না মানায় এসিল্যান্ডের উপর হামলার চেষ্টার ঘটনায় নারীসহ আটক ৩ জনের নামে থানায় মামলা। আটক নারীসহ ৩ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর পুত্র হাফিজুর রহমান (৪৫), এবং একই পরিবারের আব্দুল আওয়াল (৩০)।  মামলার বিবরণ, প্রত্যক্ষদর্শী ও ভূমি অফিস সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক তার কার্যালয়ে হামলাকারীদের ভূমি সংক্রান্ত বিষয়ে শুনানি করছিলেন। ওই হামলাকারীদের জমির কাগজপত্র ক্রুটি মুক্ত করে পুনারায় আসতে বলেন। এসময় হামলাকারীরা ক্রুটিপূর্ণ কাগজপত্রেই তাদের পক্ষে রায় প্রদানের জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে কথা চলছিলো। এসময় জমিলা নামের ওই নারী এসিল্যান্ডের টেবিলে জোরে থাবড়া থাবড়ির এক পর্যায়ে এসিল্যান্ডকে মারতে উদ্ধত হয়।  এসময় উপস্থিত অন্য সেবা গ্রহীতা ও সার্ভেয়ারসহ অফিসের কর্মকর্তারা ওই নারী শান্ত করার চেষ্টা করলে ওই নারীর সাথে থাকা অন্য ২ জনসহ ওই ৩ জন এসিল্যন্ডসহ তাদেরকেউ মারতে ঊর্ধ্বত হয়। পরিস্থিতি বেগতিক দেখে তানোর থানা পুলিশে খবর দিলে পুলিশ ওই ৩জনকে আটক করেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদি হয়ে আটক ৩ জনের বিরুদ্ধে থানায় দণ্ডবিধির ১৮৬ (সরকারি কর্মকর্তার কার্যে বাধা), ৩৫৩ (ধমক দিয়ে আতঙ্ক সৃষ্টি) ও ৩৩২ (সরকারি কর্মকর্তাকে আঘাতের চেষ্টা) ধারায় মামলা দায়ের করেন।  অন্য কাজে এসে অফিস কক্ষে উপস্থিত  সেবাপ্রার্থী মুনসুর নামে এক ব্যক্তি বলেন শোনানি চলাকালীন নারীসহ ওই ৩জন বার বার এসিল্যান্ডকে তাদের পক্ষে রায় দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু এসিল্যান্ডসহ অফিসের কর্মকর্তারা তাদেরকে ঘন্টা ব্যাপি বুঝালেও তারা না আক্রমন করেন। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে