রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু—উদ্ধার অভিযান চলছে

এফএনএস অনলাইন:
| আপডেট: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:১০ পিএম | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:০৬ পিএম
রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু—উদ্ধার অভিযান চলছে
ছবি, সংগৃহিত

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে মিসবাহ নামে ৫ বছর বয়সী এক শিশু পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সদস্যরা শিশুটিকে উদ্ধারে কাজ করছে ।

রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, “সন্ধ্যার একটু আগে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। তবে কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। গর্তটি কতটা গভীর, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।”

এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এলাকাবাসী বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছেন। ভিডিওতে এক যুবককে শিশুটিকে বাঁশটি ধরে রাখতে বলতেও শোনা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে