আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (টুউগঈ) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণি সম্পদ বিভাগ, ফায়ার সার্ভিস, মৎস্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, এলজিইডি, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ এবং আশাশুনি থানাসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ/উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিসের সহায়তায় ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন ওহপষঁংরাব ঈড়সসঁহরঃু জবংরষরবহপব ঃড় উরংধংঃবৎ ধহফ ঈষরসধঃব ঠঁষহবৎধনরষরঃরবং (ওঈজউঈঠ-ওওও) প্রকল্প সভাটি আয়োজনে সার্বিক সহায়তা প্রদান করে। এছাড়া প্রতাপনগর, শ্রীউলা, আশাশুনি সদরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রেসক্লাব সভাপতি, সামাজিক সংগঠনের নেতা এবং এনজিওর প্রতিনিধিগনও সভায় উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগের প্রস্তুতি বিষয়ে আলোচনায় সকল সংস্থাসমূহ তাঁদের প্রস্তুতির বিষয়ে সভায় অবহিত করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, উপজেলায় মোট ১১০ টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রস্তত রয়েছে। সিপিপির সহকারী পরিচালক মুন্সি নুরমোহাম্মদ জানান, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রগুলো সচল রাখার জন্য আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য প্রকল্প যে উদ্দ্যোগ নিয়েছে সেজন্য প্রকল্প কর্তৃপক্ষকে সাধুবাদ জানান। সভায় জরুরী ভিত্তিতে প্রতি ইউনিয়নে কমপক্ষে ৫০০ জিও ব্যাগ সরবরাহ, বিগত সরকারের আমলে ইজারা দেয়া সরকারী খালসমুহ উম্মুক্ত করে পানি চলাচল স্বাভাবিককরণ, ভরাট খালগুলো দ্রুত খনন, পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন বাধসমুহের জরুরী সংস্কার ও দুর্যোগকালীন সময়ে জনগনের সম্পদের নিরাপত্তা বিধানের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। সভায় মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস এর প্রজেক্ট কো-অডিনেটর হিউম্যানটেরিয়ান এস.এম. মনোয়ার হোসেন এবং ইএসডিও ওঈজউঈঠ-ওওও প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ শামসুল হক মৃধা পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে উপজেলার প্রতাপনগর, শ্রীউলা ও আশাশুনি সদর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে দুর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা গড়ে তুলতে প্রকল্পের মাধ্যমে কি কি কাজ বাস্তবায়ন করা হচ্ছে তা তুলে ধরেন। সভায় ইএসডিও-রিচ প্রকল্পের পক্ষ থেকে স্বাস্থ্য সেবা বিভাগের অনুকূলে দু’টি সোলার ও ব্যটারী চালিত এম্বুলেন্স প্রদান (আনুষ্ঠানিক হস্তান্তরের অপেক্ষাধীন) ও ৫টি কমিউনিটি ক্লিনিক সংস্কারের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান। এছাড়া ওঈজউঈঠ-ওওও প্রকল্পের মাধ্যমে জীবিকা উন্নয়নে চলমান কৃষি, মৎস্য ও পশু সম্পদ প্রশিক্ষণ ও সহায়তার পাশাপাশি কিছু পরিবারের সক্ষম যুব সদস্যদের কারিগরি প্রশিক্ষণ দিয়ে বিদেশে প্রেরণের ব্যবস্থা গ্রহণে জন্য প্রস্তাব করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের মোট ৪৫ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।