আশাশুনি উপজেলার বড়দলে গণ্যমান্য ব্যক্তিদের তুয়াক্কা না করে জবর দখলের লক্ষ্যে রাতের আঁধারে পাওয়ার ট্রেলার দিয়ে জমি চাষের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। মধ্যম বড়দল গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে কামাল হোসেন বাদী হয়ে একই গ্রামের গনি গাজীর ছেলে শহিদ গাজী, শহীদ গাজীর ছেলে জসিম গাজীসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগে জানাগেছে, বড়দল মৌজায় বর্তমান ১০৮৭ নং খতিয়ানে, ৫০৮৭ নং দাগে ৭৪ শতকের মধ্যে ৬৬ শতক বাদী মধ্যম বড়দল সাকিনের শুক্কল বিবি ওরফে শুকজান বিবির নিকট হতে ০৭/০৩/১৯৫৩ তাং কোবলা সূত্রে ১৬৪ নং দলিলে ক্রয় করে শান্তিপূর্ণ ভোগ দখল করে আসছেন। বিবাদীরা দীর্ঘদিন ষড়যন্ত্র করে আসছে। গত ১১/০৯/২০২৪ তাং বিকাল ৪ টার দিকে বিবাদীরা জমি জবর দখলের চেষ্টা করলে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গদের সমন্বয়ে একাধিকবার বসাবসি হয়। বিষয়টি বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। কিন্তু বিবাদীরা গন্যমান্য ব্যক্তিবর্গকে উপেক্ষা করে জবর দখল চেষ্টা করতে থাকে। গত ২৭ জানুয়ারী দিবাগত রাত্র অনুঃ ৩ টার সময় তারা সম্পত্তিতে ধান চাষ করার জন্য পাওয়ার টিলার দ্বারা চাষ করতে থাকে। জানতে পেরে বাদীসহ পরিবারের লোকজন কাজ বন্ধের কথা বললে তারা মারধর করতে উদ্যত হয় এবং জীবননাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি জবর দখল পূর্বক ধান রোপন করবে মর্মে জানাইয়া দেয়। বিবাদীদের ভয়ে বাদী পক্ষ জমিতে যেতে ভয় পাচ্ছে। শান্তিভঙ্গের সম্ভবনা দেখা দেওয়ায় বাদী জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জোর দাবী জানিয়েছেন।