২৮শে জানুয়ারী কালো দিবস উপলক্ষে জুলাই ঐক্যবদ্ধ শক্তির সংবাদ সম্মেলন

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৫ পিএম
২৮শে জানুয়ারী কালো দিবস উপলক্ষে জুলাই ঐক্যবদ্ধ শক্তির সংবাদ সম্মেলন

বুধবার (২৮ জানুয়ারি) বেলা ০৩ টায়, শাহবাগ, ঢাকায় “জুলাই ঐক্যবদ্ধ শক্তি”র উদ্যোগে “২৮শে জানুয়ারী কালো দিবস” উপলক্ষে ‘৭৫ এর ১৫ আগস্ট বিপ্লবের নায়কদের প্রহসনমূলক অবৈধ বিচারের মাধ্যমে হত্যার বিচার ও নির্বাসিত বিপ্লবের নায়কদের রাষ্ট্রীয় মর্যাদায় ফেরত আনার দাবিতে- ঐক্যবদ্ধ জুলাই শক্তির আহবায়ক- লেঃ কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক এর সভাপতিত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেশকর্মী ডিউক হুদা। লিখিত বক্তব্যে বলা হয়

★প্রহসনমূলক সাজানো অবৈধ বিচারের মাধ্যমে জেলখানায় ১৫ই আগষ্ট বিপ্লবের নায়কদের হত্যার বিচার করতে হবে।

★বিদেশে অবস্থানরত ১৫ই আগষ্ট বিপ্লবের নায়কদের রাষ্ট্রীয় মর্যাদায় সসম্মানে দেশে ফিরিয়ে আনতে হবে।

★১৫ই আগষ্ট বিপ্লবের নায়কদের রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় বীরের মর্যাদা দিতে হবে।

★ ১৫ই আগষ্ট বিপ্লবীদের বিরুদ্ধে প্রহসনমূলক সাজানো অবৈধ বিচারের রায় বাতিল করতে হবে।

★ মহামুক্তির মহান দিবস ঐতিহাসিক ১৫ই আগষ্ট বিপ্লব জিন্দাবাদ।

সম্মেলনে উপস্থিত ফ্রীডম পার্টি সহ অন্যান্য সংগঠনের  নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ঐক্যবদ্ধ জুলাই শক্তি’র আহবায়ক লেঃ কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক, লেঃ কর্নেল ফেরদৌস আজিজ, ফখরুল আহসান রানা, মাহবুব হাসান ইমু, জিয়াউদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, আহমেদ শরীফ, রুবায়েত আহমেদ রিপন, মোঃ মঞ্জিল, আব্দুল মতিন, সাইদুর রহমান টিপু, মোঃ লিটন, শাহীন ফারুকী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ঐক্যবদ্ধ জুলাই শক্তির সদস্য সচিব মোজাম্মেল মিয়াজী। বক্তারা ঐতিহাসিক ১৫ই আগস্ট বিপ্লবের বীর যোদ্ধাদের বিচারের নামে প্রহসন করে হত্যা করার দায়ে শেখ হাসিনা ও তার সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করার দাবি জানান। বক্তব্যে অবিলম্বে আগস্ট বিপ্লবের বিপ্লবীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের মামলা প্রত্যাহার করে বিদেশে অবস্থানরত বিপ্লবী মেজর ডালিম, কর্নেল রশিদসহ অন্যান্য যোদ্ধাদের দেশে ফিরিয়ে এনে সম্মানজনক মর্যাদা দান এবং ক্ষতিপূরণ দেয়ার দাবী জানানো হয়। বক্তারা আরো বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানোর পক্ষে জনগণ হাঁ ভোটে রায় দেবে। বক্তারা দেশকে রক্ষার জন্য অবিলম্বে বিপ্লবী সরকার গঠনের দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে