চাঁদপুরে দাঁড়িপাল্লার গণসংযোগ ও পথসভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম
চাঁদপুরে দাঁড়িপাল্লার গণসংযোগ ও পথসভা

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বুধবার ২৮ জানুয়ারি সকাল সাড়ে ৭টায় থেকে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার থেকে শুরু করে।  এবং বিকেলে মৈশাদী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে পথসভায় জননেতা এডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেন, চাঁদপুর সদর-হাইমচরকে একটি নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলবো; যেখানে জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা থাকবে। সবার জন্য উন্নয়ন নিশ্চিত করে একটি ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা হবে। তিনি বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে সৎ, যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলা হবে। সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে। ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন- এমন পরিবেশ তৈরি করা হবে। আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে এবং থাকবে।’ এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তামিম খান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহা: জুবাইয়ের হোসেন খান, আশিকাটি ইউনিয়নে জামায়াত মনোনীত সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অহিদুর রহমান খান উৎপল, ইউনিয়ন জামায়াতের সভাপতি নাছির উদ্দিন, সেক্রেটারি শাহজাহান, জামায়াত নেতা আলমগীর বন্দুকসীসহ জামায়াত ও জোটভুক্ত বিভিন্ন দলের নেতৃবৃন্দ। তিনি আরো বলেন,“দীর্ঘদিন ধরে এ জনপদের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। লুটপাট, দুঃশাসন ও বৈষম্যের রাজনীতির কারণে সাধারণ মানুষের মৌলিক অধিকার আজ প্রশ্নবিদ্ধ। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি-আমরা এসেছি জনগণের অধিকার ফিরিয়ে দিতে। দাঁড়িপাল্লা হচ্ছে ন্যায়, সততা ও ইনসাফের প্রতীক। আপনারা যদি পরিবর্তন চান, একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান-তাহলে দাড়িপাল্লা মার্কায় ও ‘হ্যাঁ’ ভোট দিয়ে আমাদের পাশে থাকুন। নির্বাচিত হলে আশিকাটি ইউনিয়নসহ চাঁদপুর-৩ আসনের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে।গণসংযোগ শেষে স্থানীয় ভোটাররা বলেন, দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার অবসান ঘটাতে তারা পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন এবং দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে প্রস্তুত।

আপনার জেলার সংবাদ পড়তে