বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সমর্থনে কলাপাড়ায় স্মরণকালের বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল চারটায় কলাপাড়া পৌরসভার সামনে থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে এ গণমিছিল বের হয়। মিছিল টি কলাপাড়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলাপাড়া পৌর বিএনপি সভাপতি হাজী হুমায়ুন সিকদার। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী জেলা বিএনপি সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, আমরা বাংলাদেশী। আমরা না ভারতের, না পাকিস্তানের, না চীনের। আমাদের বন্ধু থাকতে পারে তবে আমাদের কোন প্রভু নাই। একটি দল ধর্মের কথা বলে সাধারণ ভোটারদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। ক্ষমতায় লোভে তারা নীতি নৈতিকতা হারিয়ে ফেলছে। আর বিএনপির চেয়ারম্যান পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা নিয়ে ভোটারদের কাছে যাচ্ছে। তাই আগামী নির্বাচনে এলাকার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। জনসভায় পটুয়াখালী জেলা বিএনপি ও কলাপাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।