আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেছেন, অবিভক্ত বাংলার সমবায় ও ঋণদান মন্ত্রী, আইন ও বিচার মন্ত্রী, পাক-ভারত কেন্দ্রীয় সরকারের আইন ও শ্রম মন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান। আমরা তার উত্তরসূরী। তিনি আরও বলেছেন, বিশ্বের অনেক দেশে গিয়ে যখন মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের এলাকার লোক হিসেবে নিজেকে পরিচয় দেই, তখন তারা ব্যাপক সমিহ করেন। অথচ আমাদের দেশের বর্তমান প্রজন্ম মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের ইতিহাস সম্পর্কে জানেনা। এটা অত্যন্ত দুঃখজনক। অতীতে কেউ এই গুনীজনের গুরুত্ব নিয়ে ভাবেননি। মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের ১২৩ তম জন্মজয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের আয়োজনে প্রয়াত মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃতি চারণে মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন স্বপন আরও বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে নির্বাচিত করা হলে যোগেন্দ্রনাথ মন্ডলের স্মৃতিরক্ষার্থে সবধরনের ব্যবস্থা গ্রহন করা হবে। যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের ইতিহাস সম্পর্কে জানতে পারেন। অনুষ্ঠানের শুরুতে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। মহাপ্রাণ যোগেন্দ্রনাথ স্মৃতি পরিষদের সভাপতি মন্টু লাল মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোতোষ সরকারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সমন্ময়ক ও বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আবুল হোসেন মিঞা, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক আহবায়ক জাকির হোসেন শরীফ, টরকী বন্দর বণিক সমিতির সভাপতি শরীফ সাহাবুব হাসান, বার্থী ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও ধানের শীষের নির্বাচনী মিডিয়া সেলের আহবায়ক জহুরুল ইসলাম জহির সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।