নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) :
| আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:১৪ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০২:১৪ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘ঞযব অৎঃ ড়ভ খবধৎহরহম, ঞবধপযরহম, ধহফ জবংবধৎপয’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ১১টায় পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই সেমিনার শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম সম্মানিত অতিথি এবং এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)-এর ইমেরিটাস প্রফেসর ড. এটিএম নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সেমিনারের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকের সেমিনারের প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপনকারী আমার সরাসরি শিক্ষক। দীর্ঘ ৫০ বছরের অধিক সময় তিনি শিক্ষকতার সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন পারফেক্ট একাডেমিশিয়ান এবং আজকের সেমিনারের জন্য যথার্থ বিশেষজ্ঞ। সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে তঁর মতো অভিজ্ঞ ব্যক্তিকে আনতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই সেমিনারের মাধ্যমে উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। এছাড়া যেসকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ দেশ-বিদেশে আরও উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তারা আজকের সেমিনার হতে দিক নির্দেশনা পাবেন।’ এই সেমিনার আয়োজনের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন। এআইটি’র ইমেরিটাস প্রফেসর ড. এটিএম নুরুল আমিন প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্যে বলেন, ‘শেখা-শেখানো-গবেষণা একে অন্যের সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়া। জ্ঞানকে খুঁজে বের করা ও ভাগ করে নেওয়ার মাধ্যমে এই প্রক্রিয়া আরও গভীর হয়।’ তিনি আরও বলেন, ‘একাডেমিক পেশায় শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকরা শুধু জ্ঞান দেন না, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও ক্যারিয়ার গঠনে প্রভাব রাখেন। সব বিষয়ে দক্ষ হওয়া জরুরি নয়; বরং শেখার আগ্রহ ও অধ্যবসায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেখা, গবেষণা ও পেশাগত কাজকে শিল্পের মতো যত্ন ও মনোযোগ দিয়ে করতে হবে। তবেই একাডেকিম ও পেশাগত জীবনে সাফল্য আসবে।’ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। সেমিনারে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন। সেমিনারের উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান সাদিক হাসান শুভ।

আপনার জেলার সংবাদ পড়তে