ঢাকা-০৮ আসনের নির্বাচনী মাঠে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। তাঁর মতে, যে ভোটের ফল আগে সন্ধ্যার মধ্যেই পাওয়া যেত, সেই ফল পেতে এখন দুই থেকে তিন দিন সময় লাগার বিষয়টি স্বাভাবিক নয়।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন শাহবাগ এলাকায় বৈঠকের পাশাপাশি কাটাবন এলাকায় গণসংযোগেও অংশ নেন মির্জা আব্বাস।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। তিনি বলেন, “আপনারা একযোগে ভোট দেবেন। যাকে খুশি তাকে ভোট দেবেন। নিজের অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে যাবেন।”
নির্বাচনী পরিবেশ নিয়ে সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, একটি পক্ষ দিনের বিভিন্ন সময়ে আল্লাহর নাম নেওয়ার চেয়েও বেশি বিরোধী প্রার্থীদের নাম উচ্চারণ করছে। তাঁর ভাষায়, “সারাদিন মুখের মধ্যে মিথ্যা কথার তুবড়ি ছুটছে।”
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে পরামর্শ দিয়ে তিনি বলেন, নির্বাচন মানেই মানুষের কাছে গিয়ে নিজের কাজের হিসাব দেওয়া। দেশের জন্য কী করা হয়েছে এবং সামনে কী করার পরিকল্পনা রয়েছে, সেটাই ভোটারদের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।
মির্জা আব্বাস বলেন, “বাবারা নির্বাচন করো, ভোট চাও। দেশের জন্য কী করেছো সেটা বলো, আগামীতে কী করবা সেটা বলো। তুমি কোথা থেকে এসেছো, সেটা আমার দেখার বিষয় না। অন্যের গীবত গেয়ে সময় নষ্ট করা বা গুনাহ করার দরকার তো নাই।”
নির্বাচনী মাঠে বক্তব্য ও অভিযোগ ঘিরে আলোচনা তৈরি হলেও, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।