কিশোরগঞ্জের কটিয়াদীতে ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই ও তার ছেলে টেটা বিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আচমিতা ইউনিয়নের পশ্চিম ভিটাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহমুদুর রহমান কামাল(৫৫) উরুফে কামাল মেম্বার আচমিতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি মেম্বার ও তার ছেলে কাকন (১৮) প্রতিপক্ষের টেটার আঘাতে বিদ্ধ হয়। জানা যায়, মাহমুদুর রহমান কামাল মেম্বার এর সাথে তার বড় ভাই ভিটাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবঃ প্রধান শিক্ষক জালাল উদ্দিনের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এর জের ধরে সংঘর্ষ হলে মাহমুদুর রহমান কামালের মাথার এক পাশে ও তার ছেলে কাকনের হাতে টেটা বিদ্ধ হয়ে মারাত্মক জখম হয়। জালাল উদ্দিন মাস্টার মুঠোফোনে জানান, ১৭ বছর যাবত জমি ও দোকান নিয়ে বিরোধ চলে আসছে। পিতার জীবদ্দশায় জমি জমা বন্টন করে দিলেও তারা জোর পূর্বক আমার জমি ভোগদখল করে আসছে। বৃহস্পতিবার সকালে কামাল মেম্বার আমার জমির আইল কাটলে আমার ছেলে বাধা দেয়। তখন কামাল মেম্বার তার হাতে থাকা কাচি ও টেটা দিয়ে আমার ছেলে সাদ্দামকে ডিল দিলে সে সরে যায়। তার টেটা দিয়ে পাল্টা আঘাত করলে তাদের গায়ে লাগে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মোঃ শাহরিয়ার অনিক বলেন, টেটাবিদ্ধ দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। কটিয়াদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হাবিবুল্লাহ খান বলেন, ভাইয়ে ভাইয়ে জমি সংক্রান্ত বিরোধে দুইজন টেটা বিদ্ধ হয়েছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।