ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম বলেছেন-জামায়াত নয়, বিএনপি নয়, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় তিনি আরও বলেন বাংলাদেশে ইসলামের পক্ষের বাক্স একটাই, একমাত্র ইসলাম চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় কুড়িগ্রামের নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এই নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর ব্যাপারে তিনি বলেন, বিএনপি তার জোটসহ আসবে, তারা প্রচলিত গণতন্ত্র আব্রাহাম লিংকন প্রেসিডেন্ট আমেরিকা, এই অনুযাযী তারা দেশ চালাবে। বর্তমানে জামায়াতের সাথে জামায়াত নেতৃত্ব যে জোট রয়েছে তারাও বর্তমানে যে প্রচলিত নিয়মে দেশ চলছে এই প্রচলিত নিয়মে দেশ চালাবে আর ইসলামি আন্দোলন বাংলাদেশ আপনাদের কাছে আসছে ইসলামের নীতি আদর্শ অনুর্যায়ী দেশ চালাতে। তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন ইসলাম অর্থ হলো শান্তি এর ভেতরে অশান্তি কোথা থেকে আসলো? এরা ইসলাম বিদ্বেষী চক্ররা যেরকমটা চুন খেলে আপনার মুখ পুড়ে যায়, দধি দেখলে তেমন ভয় পায়, ইসলামকে এরকম বিতর্কিত করে আপানার আমার কাছে উপস্থাপন করে ইসলামের ব্যাপারে ভয় ঢুকিয়ে দিয়েছে। আসলে ইসলাম কি ভয়ের জিনিস? তিনি কুড়িগ্রাবাসীর উদ্দেশ্যে বলেন, এই কুড়িগ্রাম হলো দ্বিতীয় চরমোনাই। এই কুড়িগ্রামের মাটির, নাগেশ্বরীর মাটির মানুষ, ভূরুঙ্গামারীর মাটির মানুষ, কচাকাটার মাটির মানুষ এরা ইসলাম প্রিয়, ধর্মপ্রিয়, ইসলামকে ভালোবাসে। এজন্য আব্বাজান বলেছিলেন কুড়িগ্রাম হলো দ্বিতীয় চরমোনাই। তিনি কুড়িগ্রাম-১ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হারিসুল বারী রনির বিষয়ে বলেন আল্লাহর রহমতে আমাদের রনি ভাই হাতপাখা প্রতীকে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। এসময় হারিসুল বারী রনির হাতে হাতপাখা তুলে দিয়ে বলেন, আপনাদের কাছে আমানত রেখে গেলাম। রনিকে হাতপাখায় ভোট দিয়ে নির্বাচিত করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন প্রার্থী হারিসুল বারী রনি। এ সময় বিভিন্ন ইউনিটের নেতারা বক্তব্য রাখেন।