কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কেন্দ্রা গ্রামের সাবেক সচিব আবু তালেবের ছোট ভাই আবু নঈম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে কর্মরত থেকে অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেলেন। তিনি নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। এটি উপজেলার একটি আদর্শ গ্রাম এবং এই পরিবারটি উচ্চ শিক্ষিত ও আলোকিত পরিবার হিসেবে আলো ছড়াচ্ছে। বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে এই পরিবারে অনেক বিসিএস ক্যাডার রয়েছে।