সেনবাগে পিঠা উৎসব অনুষ্ঠিত

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৩৭ পিএম
সেনবাগে পিঠা উৎসব অনুষ্ঠিত

“পিঠা খাবো হারিয়ে যাওয়া” “পিঠা চিনবো” এই শ্লোগানকে ধারণে নোয়াখালীর সেনবাগে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। বৃহস্পতিবার সকালে সেনবাগের কল্যান্দী ফয়জুল উালুম দাখিল মাদ্রাসার উদ্যোগে ওই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।  পিঠা উৎসব উপলক্ষে প্রতিষ্ঠানটির সুপার মাওলার আক্তারুজ্জান ফয়েজীর সার্বিক তত্বাবধানে ও শিক্ষক কর্মচারীদের সার্বিক সহযোগীতায়  ছাত্রছাত্রীরা পিঠা উৎসবের ৯টি স্টল বসান। মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত পিঠা উৎসবে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সুপার মাওলানা আক্তারুজ্জান ফয়েজী। এরপর তিনি শিক্ষক কর্মচারীদের নিয়ে স্টল গুলো গুরেগুরে দেখন। স্টল গুলোতে ছিলো নানান ধরনের পিঠা যেমন, ডিমের পিঠা, নারিকেল পিঠা, সবজি পিঠা, সুজি পিঠা, পান্তুুয়া পিঠা সহ হারিয়ে যাওয়া বহু পিঠা । এছাড়াও  আঞ্চলিক স্থানীয় গোটা পিঠা, বাসনে পিঠা, রসের পিঠা। স্টল পরির্দনের আসা অতিথিদের মাঝে এময় ছাত্রছাত্রীরা  বাহারী ধরনের পিঠা উপহার দেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সর্বোচ্চ পিঠা নিয়ে স্টল দাতা ছাত্র ছাত্রীদের মাঝে ১ম, ২য়, ৩য় স্থান অধিকার কারী সহ সকল অংশগ্রহণ কারীদের মাঝে পুরুস্কার তুলেদেন।

আপনার জেলার সংবাদ পড়তে