গাজীপুর-১আসনের (কালিয়াকৈর উপজেলা সহ গাজীপুর মহানগরের ১-১৮ নং ওয়ার্ড) প্রার্থীরা অনলাইন ও অফলাইনে সমানতালে চালাচ্ছে নির্বাচনী প্রচারণা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক,ইউটিউব,ম্যাসেঞ্জার,হুয়াটসআ্যপ,টুইটর,টেলিগ্রামসহ বেশকিছু অনলাইন সিস্টেম ব্যবহার করে চলছে নির্বাচনী প্রচার। এতে করে নির্বাচনে উৎসাহ উদ্দিপনা বৃদ্ধি পেয়েছে তরুন ভোটারদের মাঝে।
অফলাইনে রঙ্গীন পোস্টার ছাপানো ও দেয়ালে ওয়ালে পোস্টার লাগানো নিষেধ থাকায় সংসদ সদস্য প্রার্থীরা নিজেদের পোস্টার ডিজাইন করে অনলাইনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাদের সমর্থকদের কাছে।
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমান ধানের শীষ, জামায়াতে ইসলামীর মনোনীত মোঃ শাহ আলম বকশী দাড়িপাল্লা, ইসলামী আন্দোলন মনোনীত রুহুল আমীন হাতপাখা, বাংলাদেশ লেবার পার্টির মনোনীত চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী আনারস, জাতীয় পার্টি মনোনীত এসএম শফিকুল ইসলাম লাঙ্গল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কস বাদী) তাসলিমা আক্তার কাঁচি, স্বতন্ত্র ইমারত হোসেন খান মোটরসাইকেল, গণফ্রন্ট মনোনীত আতিকুল ইসলাম মাছ প্রতিকের প্রার্থীগন সবাই অনলাইন ও অফলাইনে প্রচার চালিয়ে ৭লাখ ২০ হাজার ৯৩৭ জন ভোটারের মন জয় করে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে আলাপকালে তরুন ভোটার শাকিল জানান আমরা মোবাইলের মাধ্যমে ভোটের প্রচারণা চালাচ্ছি। দলীয় সিদ্ধান্তমুতাবেক মুহূর্তের মধ্যেই আমরা ভোটের প্রচারণা করতে পারছি।
প্রবীন ভোটার নসিমুদ্দিন জানান,আগে ভোট আসলে আমাদের বাড়িতে বাড়িতে পোস্টার লাগাত আনন্দ পেতাম,সুন্দর দেখে ভোট দিতাম,এখন পোস্টার লাগায় না মিছিল করে না তাই তেমন উৎসাহ পাচ্ছি না।
এ বিষয়ে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান বলেন নির্বাচন কমিশনারের সিদ্ধান্ত মেনে আমরা প্রচার প্রচারণা চালাচ্ছি, অনলাইন প্রচারনায় তরুণ ভোটারদের আগ্রহ বেশী দেখা যাচ্ছে।
জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ শাহ আলম বকশীর সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগ করলেও তিনি রিসিভ করেনি।