সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামুলক সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৩:৪৭ পিএম
সুন্দরবনের বাঘ ও হরিণ শিকার প্রতিরোধে সচেতনতামুলক সভা

বাঘ মানুষের দ্বন্দ্ব নিরসনে সুন্দরবনে বাঘ, হরিণ ও বিষ দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে জনসচেতনতামুলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  সকাল ১০ টায় বজবজা বন টহল ফাঁড়ি চত্বরে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতার এই সভা অনুষ্ঠিত হয়। সুন্দরবন পশ্চিম বন বিভাগ ও খুলনা রেঞ্জ এই সচেতনতামুলক সভার আয়োজন করে। খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ (এসিএফ) মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র  উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ ও কয়রার সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ। দাকোপ-কযরা সহ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির ট্রেজারার মোঃ রিয়াছাদ আলীর পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মোঃ নাসির উদ্দীন। আরও বক্তব্য রাখেন বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন,  সাকিব তালুকদার, মোঃ শাহানুর আলম, মোঃ রাশিদুল ইসলাম, সাংবাদিক মোঃ কামাল হোসেন, গোলাম রব্বানী, মোঃ ফরহাদ হোসেন, পিএফ সভাপতি মোল্লা মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, ওয়ার্ল্ড টিমের প্রতিনিধি গোলাম মোস্তফা, ভিটিআরটি সদস্য ইয়াছিন আলী, রিংকু রানী মন্ডল, সিপিজি সদস্য মোঃ বিল্লাল হোসেন, আদিবাসী সদস্য ধীরেশ প্রসাদ মাহতো স্থানীয় জেলে সুকদেব সরকার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বন বিভাগের সদস্য, সাংবাদিক, ভিটিআরটি ও সিপিজি সদস্য সহ সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে বাওয়ালীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে