বাংলাদেশের ব্যান্ড সংগীতের পথিকৃৎ, রকসম্রাট আজম খান-এর হাতে গড়া কিংবদন্তি ব্যান্ড উচ্চারণ আবারও টেলিভিশনের লাইভ মিউজিক্যাল শোতে দর্শকদের সামনে আসছে। এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘মিউজিক নাইট (লাইভ)’-এ বিশেষ পরিবেশনায় অংশ নেবে উচ্চারণ ব্যান্ড। এই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত, এনটিভির পর্দায়। অনুষ্ঠানটির প্রযোজক নুরুজ্জামান। অনুষ্ঠানে উচ্চারণ ব্যান্ড পরিবেশন করবে আজম খানের গাওয়া সময়ের অমর ও জনপ্রিয় গানগুলো—যেসব গান বাংলাদেশের ব্যান্ড সংগীত আন্দোলনের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। লাইভ পরিবেশনায় ফুটে উঠবে আজম খানের রক-স্পিরিট, আবেগ এবং সংগীত ঐতিহ্যের ধারাবাহিকতা। দীর্ঘ বিরতির পর নতুনভাবে রিফর্ম হয়ে উচ্চারণ ব্যান্ড আজম খানের গানগুলো নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দিতে কাজ করছে। টেলিভিশন শো, দেশ-বিদেশে লাইভ কনসার্ট এবং অন্যান্য সংগীত আয়োজনে অংশ নেওয়ার মাধ্যমে ব্যান্ডটি তাদের এই নবযাত্রা এগিয়ে নিচ্ছে। এনটিভির ‘মিউজিক নাইট’-এ অংশগ্রহণ এই যাত্রার একটি গুরুত্বপূর্ণ সংযোজন। বর্তমান উচ্চারণ ব্যান্ডের লাইনআপে রয়েছেন দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকাশন), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) এবং বাপ্পী (ড্রামস)। ব্যান্ডের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন এজাজ রহমান, এবং সাউন্ড ডিজাইনার হিসেবে যুক্ত রয়েছেন শোভন।