মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:০৪ পিএম
মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা, নির্বাহী ম্যাজিস্ট্রেট তড়িৎ চন্দ্র শীল, সেনাবাহিনীর ক্যাপ্টেন শামীম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ উসমান হামিদ, এসআই মানজির, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, উপজেলা জামায়াতের আমির হাসমত আলী, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ ফারুকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও সংগঠনের প্রতিনিধিগণ। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলেন, “আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, আইন-শৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি।” তিনি সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজব সৃষ্টি না করার অনুরোধ করেন। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চোরাচালান, মাদক নির্মূল, সামাজিক অপরাধ দমন, কিশোর গ্যাং প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাঁদের মতামত তুলে ধরেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।