সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে পুলিশ সুপারের সমাবেশ

এফএনএস (গোলাম মোস্তাফা; নেছারাবাদও স্বরূপকাঠি, পিরোজপুর) :
| আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:১৩ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:১২ পিএম
সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে পুলিশ সুপারের সমাবেশ

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গুজব, সহিংসতা ও অপপ্রচার থেকে দূরে থাকার আহ্বান জানান। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করেন তিনি।,অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া গণভোট সহ নির্বাচনকে নিশ্চিত করতে হবে। আমাদের প্রশাসন আপনাদের পাশে থাকবে। এবং প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরা রয়েছে সহিংসতার করলে বা করার চেষ্টা করলে কেউ রেহাই পাবেন না”। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নেছারাবাদের মিয়ারহাট বন্দরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বন্দর কমিটির সভাপতি আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে সুপার এসব কথা বলেন”। সুধী সমাবেশে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, নির্বাচন ও গণভোটকে ঘিরে জনগণের মধ্যে সচেতনতা বাড়লে একটি শান্তিপূর্ণ ও নির্বাচন সম্ভব। এসময় বক্তব্য রাখেন সরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা, নেছারবাদ থানা ইনচার্জ (ওসি)মেহেদী হাসান ও সহকারি পুলিশ সুপার নেছারবাদ সার্কল সাবিহা মেহেবুবা সহ আর অনেকে।