সাতক্ষীরায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৪১ পিএম
সাতক্ষীরায় ২০০ প্লাটুন বিজিবি মোতায়েন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে যশোর রিজিয়নের অধীনে ১৮টি জেলায় বিজিবি মোতায়েন সম্পন্ন হতে যাচ্ছে। দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করেই প্রায় ২০০ প্লাটুন সদস্য নির্বাচনী মাঠে সক্রিয় থাকবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান। ব্রিফিংয়ে জানানো হয়, যশোর রিজিয়নের আওতায় ১৮টি জেলার ৬২টি সংসদীয় আসনে মোতায়েন করা হচ্ছে প্রায় ২০০ প্লাটুন বিজিবি। প্রতিটি উপজেলায় ৪ থেকে ৬ প্লাটুন সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পুরো অঞ্চলে ৯৩টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবার মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড। এছাড়া পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোন ও বডি অর্ন ক্যামেরা ব্যবহার করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স  এবং র‌্যাপিড অ্যাকশন টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) তিনটি জেলার ২১টি উপজেলায় দায়িত্ব পালন করবে। সেখানে ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্পের মাধ্যমে ৩৫ প্লাটুন বিজিবি সদস্য কাজ করবেন। অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অনুপ্রবেশ রোধে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে। কোনো ধরনের নাশকতা বরদাশত করা হবে না।” বিজিবি অধিনায়ক সংবাদকর্মীদের জানান, বিজিবি সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে কাজ করবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি নির্বাচন কমিশন ও প্রশাসনের নির্দেশনায় সক্রিয় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, “ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়াই কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য। এজন্য বাহিনীর সকল সদস্যের ছুটি ও ব্যক্তিগত উৎসব পরিহার করে রেকর্ডসংখ্যক ফোর্স মোতায়েন করা হচ্ছে।” উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মাঠ পর্যায়ে রেকি ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে যশোর রিজিয়নের ইউনিটসমূহ। ৬০০ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই পেশাদারত্বের সঙ্গে বিজিবি সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।