বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা শাখার সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির.....রাজিউন)। তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, যুগ্ন সম্পাদক নুরুল হুদা বাবু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছেন। অপর এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের বরিশাল জেলা উত্তর শাখার সভাপতি তারেক মাহমুদ আলী, সাধারণ সম্পাদক কাজী বায়েজিত রনিসহ অন্যান্য নেতৃবৃন্দরা।