ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৫:১৩ পিএম
ন্যায় ও ইনসাফভিত্তিক বরিশাল গড়ার প্রতিশ্রুতি

বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় জনসংযোগকালে তিনি এ প্রতিশ্রুতি দিয়ে আরও বলেছেন, বরিশালের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, দুর্নীতি ও অব্যবস্থাপনার শিকার। আমি ক্ষমতার জন্য নয়; আল্লাহভীরু নেতৃত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য মাঠে নেমেছি। মানুষের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষাই হবে আমার প্রধান অঙ্গীকার। তিনি আরও বলেন, জনগণের সমর্থন পেলে বরিশালে সুশাসন, সামাজিক ন্যায়বিচার, কর্মসংস্থান সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধভিত্তিক প্রশাসন নিশ্চিত করা হবে। কোনো ধরনের দলীয় স্বার্থ নয়, বরং সাধারণ মানুষের অধিকার ও কল্যাণই হবে রাজনীতির মূল লক্ষ্য। এ সময় স্থানীয় জনগণ শায়খে চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং হাতপাখা প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন। জনসংযোগে দলীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।