মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী পুণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কালকিনি কিশলয় বিদ্যানেকত হলরুমে প্রথম অধিবেশনে এ কমিটি ঘোষনা করেন সম্মেলনের দায়িত্বরত রিটানিং কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহাবুবা ইসলাম। এতে এইচ এম মিলনকে সভাপতি(দৈনিক যুগান্তর-একাত্তর টিভি), কাজী কামরুজ্জামান সহসভাপতি(দৈনিক সকালের সময়), নাসিরউদ্দিনের ফকির লিটন সাধারন সম্পাদক (দৈনিক রুপালী বাংলাদেশ), রকিবুজ্জামাম সিনিয়র যুগ্নসাধারন সম্পাদক (একুশে টিভি-মানবকন্ঠ), আবির হাসান পারভেজ সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলাদেশ বুলেটিন), সৈয়দ শামীম দপ্তর সম্পাদক (দৈনিক নিরপেক্ষ), মেহেদী হাসান মাসুম প্রচার সম্পাদক (দৈনিক প্রতিদিনের সংবাদ), মোঃ জাকির হোসেন কোষাধ্যক্ষ (প্রগতি টিভি), মুন্সি ফরহাদ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক (দৈনিক সময়ের কাগজ), মহিউদ্দিন মাহি সমাজসেবা সম্পাদক(কালবেলা), তাবারক হোসেন সিনিয়র সদস্য-১, আসাদুজ্জামান লিমন-২, সুমন আহম্মেদ বাবু-৩ ও শামীম আহসান- সদস্য ৪ নির্বাচিত হয়েছেন। কমিটি গঠন শেষে দ্বিতীয় অধিবেশনে নবনির্বাচিত কমিটির সকল সদস্যদের সঙ্গে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর, কালকিনি ও ডাসারের পেশাধার