চাঁদপুর-৩ আসনে মোমবাতির প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:২৮ পিএম
চাঁদপুর-৩ আসনে মোমবাতির প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

চাঁদপুর-৩ আসনে সুন্নী জোট সমর্থিত ও ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী সাংবাদিক মাওলানা এএইচএম আহসান উল্লাহ বলেছেন, ধর্মের নামে ভণ্ড, প্রতারক, মোনাফেক, ধর্ম ব্যবসায়ী স্বাধীনতা বিরোধীদের পুনরুত্থানকে প্রতিহত করতে হবে। মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ এবং আমার ঈমান ও ইসলাম। একাত্তরের পরাজিত শত্রু আবার সেই পুরনো কায়দায় পবিত্র ধর্ম ইসলামকে ব্যবহার করে তাদের কায়েমী স্বার্থ হাসিল করতে চায়। তারা ইসলামকে শুধুমাত্র তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে। সত্যিকার ইসলাম থেকে তারা বহু দূরে। মওদুদীর ভ্রান্ত মতবাদকে যুগে যুগে হক্কানি রাব্বানী আলেম, বুজুর্গ এবং পীর মাশায়েখগণ কুফরি মতবাদ বলে আসছে। ইসলামের নাম নিয়ে তারা যে কতো বড় ভণ্ড প্রতারক মোনাফেক ধোঁকাবাজ এবং বর্ণচোরা তা জাতির কাছে আজ স্পষ্ট। তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তাদের কাছে ইসলাম এখন একেবারেই তুচ্ছ। অবস্থা দেখে মনে হচ্ছে- তাদেরকে যদি 'ইসলাম ত্যাগ করার শর্তে'  ক্ষমতায় যাওয়ার শতভাগ গ্যারান্টি কেহ দেয়, তাহলে তারা সেটাও করবে। তাই তাদের হাতে দেশ এবং ইসলাম কোনোটাই নিরাপদ নয়। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশপ্রেমিক সুন্নী মুসলমানদের প্রতি আহ্বান- সম্মিলিতভাবে এদের প্রতিহত করতে হবে, ভোটের মাধ্যমে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আয়োজিত এক মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন। স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের আয়োজনে পশ্চিম সকদী কেন্দ্রীয় জামে মসজিদে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান এবং দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুস্তানের রিয়াসাতে রামপুরের পীর সাহেব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ খান। ঈমান আকীদা এবং আমলের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন বরেণ্য আলেমে দ্বীন, চান্দ্রা দরবার শরীফের পীর সাহেব আল্লামা ড. এসএম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মোজাদ্দেদী। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান ও সদর উপজেলা যুবসেনার সভাপতি কাজী মানিক। এছাড়া স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সহস্রাধিক মুসল্লি উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে