হাতপাখাকে বিজয়ী করলে কোন মিথ্যা মামলা থাকবে না: ফয়জুল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ পিএম
হাতপাখাকে বিজয়ী করলে কোন মিথ্যা মামলা থাকবে না: ফয়জুল

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৬ (বাকেরগঞ্জ) ও বরিশাল-৫ (সদর) আসনের হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হাতপাখা প্রতীককে বিজয়ী করলে বাকেরগঞ্জে মিথ্যা মামলা থাকবে না, ন্যায় ও ইনসাফের সমাজ তৈরী হবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হাতপাখা মার্কার সমর্থনে মুফতি সৈয়দ  ফয়জুল করিম শায়খে চরমোনাই গণসংযোগ করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে তিনি হাতপাখা মার্কার পক্ষে ভোট প্রার্থনা করেন। সংগঠনের নেতাকর্মীরা প্রতিদিন বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নির্বাচনী এলাকার প্রত্যেক ভোটারের কাছে ইসলামের পক্ষে একক মার্কা হিসেবে হাতপাখাকে উপস্থাপন করছেন। বৃহস্পতিবার বিকেলে বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজার, চরমদ্দি ইউনিয়নের সডিখোলা, নিউমার্কেট, বাকলা এলাকায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম গণসংযোগ শেষে উঠান বৈঠকে বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা নুরুল ইসলাম আল-আমিন, ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী ফয়জুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন রোকন ডাকুয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের বাকেরগঞ্জ শাখার সাবেক সভাপতি ইব্রাহিম মৃধা, চরাদি ইউনিয়নের সভাপতি মাওলানা ইউনুস আহমদ, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ সোলাইমান সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে