ভোলায় আল-সাইদ স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা র্যাব সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোঃ ছালেহ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর নাসির আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, এলডিপি ভোলা জেলা সভাপতি সাংবাদিক বসির আহম্মেদ, ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারজানা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফএনএস প্রতিনিধি আবুল খায়ের, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা খায়রুল ইসলাম সুমন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি সিদ্দিক রুবেল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একজন আদর্শ শিক্ষক তার মেধা মনন দিয়ে একজন শিক্ষার্থীকে বহুমুখী জ্ঞান দান করে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলেন। দেখান আলোর পথ। শান্তি শৃঙ্খলায় ভবিষ্যতের সুন্দর জীবন গড়ার পথ দেখান। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবি সিদ্দিক রুবেল।