ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) :
| আপডেট: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ পিএম | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৮ পিএম
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। এতে বক্তব্য রাখেন এসিল্যান্ড আনোয়ার হোসাইন, ওসি মাহমুদ হাসান নাঈম, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান,  বিএনপি নেতা আব্দুল মান্নান মুকুল, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান, এনসিপি নেতা নাজমুল ফেরদৌস লাভলু, কলেজ অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, স্কুল প্রধান শিক্ষক মোশারফ হোসেন, সাংবাদিক শাহিনুর রহমান শাহিন, মাহবুব হোসেন সরকার লিটু, বিওপির বিজিবিসহ আরও অনেকে।বক্তারা বলেন, ফুলবাড়ীতে মাদক ব্যবসা একটি বড় সমস্যা। এটি নিয়ন্ত্রণ করার সবার জায়গা থেকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি নিয়ন্ত্রণ সম্ভব। এছাড়াও ফুলবাড়ী আইনশৃঙ্খলা এখনো ভালো প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। বক্তারা এ সময় আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাতে ফুলবাড়ী উপজেলায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এজন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এ নির্বাচন শান্তিপূর্ণ করতে প্রতিশ্রুতিও ব্যক্ত করেন ্উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন কোথাও ভোট কেন্দ্রিক বিশৃঙ্খলা ঘটলে আমরা ঐক্যবদ্ধভাবে তা সমাধানে এগিয়ে আসবো।

আপনার জেলার সংবাদ পড়তে