নড়াইল সদর উপজেলার পার্ব্বতী বিদ্যাপীঠের ১০৪ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দুইদিনব্যাপী এ প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শেষ হয়েছে। এছাড়া বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মেধা পুরস্কার প্রদান করা হয়। গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহম্মদ আনোয়ার হোসেন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন-অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য ফরিদুল ইসলাম, শিক্ষক সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতি সদর উপজেলার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ মন্ডল, অপর সাধারণ সম্পাদক এ বি এস মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মেজবাহ উদ্দীন, নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন, বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ হোসেনসহ অনেকে। ঐহিত্যবাহী পার্ব্বতী বিদ্যাপীঠ ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়। চিত্রা নদীর কোল ঘেষে প্রত্যন্ত অঞ্চলে ছায়াঘেরা পরিবেশে বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখছে। এ বিদ্যালয়ের অনেক মেবাধী শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন বলে জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুর রশিদ।