ঈদগাঁওতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ পিএম
ঈদগাঁওতে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ঈদগাঁওতে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। ২৮ জানুয়ারি সন্ধ্যায় বাস স্টেশনের গরুর বাজার সংলগ্ন নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। আত্মহত্যার পূর্বে সে একটি সুইসাইড নোট লিখে যায়। তাতে সে এরিন নামের এক সহপাঠীর নাম উল্লেখ করে লিখে যে, ওই বান্ধবী কিভাবে তাশ্রলধকে ক্যারেক্টারলেস বা চরিত্রহীনা বলেছে। নিহত শিক্ষার্থী ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে চলতি সালের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিজ্ঞান শাখায় তার রোল নম্বর ছিল ৩৮। ঘটনার দিনও সে বিকেল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের সাথে বিশেষ ক্লাসে অংশ নিয়েছিল। তাদের নিজ বাড়ি জালালাবাদ ইউনিয়নের মোহানবিলায়। তার পিতা ও এক বড় ভাই সৌদি প্রবাসী। বর্তমানে তারা গরুর বাজার এলাকা সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করে আসছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার সহ পুলিশ দল নিহতের বাড়িতে যান। উক্ত বিদ্যালয়ের গণিতের শিক্ষক আব্দুল খালেক মিশু জানান, আত্মহত্যার পূর্বে সে একটি চিরকুট লিখে রাখে। তাতে সে এক বান্ধবীর নাম উল্লেখ করেছে। ওই বান্ধবীও  একই বিদ্যালয় থেকে  এসএসসি পরীক্ষার্থী ছিল। একই স্কুলের সহকারী শিক্ষক নুরুল কবির, মোজাম্মেল হক, মোঃ আলম সহ অন্যান্য শিক্ষকরা খবর পেয়ে তার বাড়িতে যান। সংঘটিত ঘটনার ব্যাপারে ঈদগাঁও থানার ওসি জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অবহিত করা হয়েছে। ময়না তদন্তের পর আত্মহত্যার সঠিক কারণ জানানো সম্ভব হবে। রাতে এ রিপোর্ট লেখার সময় নিহতের লাশ তার দাদার বাড়ি মোহন বিলায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার জানাজা হতে পারে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে