আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-১ (শিবচর) আসনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সহ ১০ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বহিষ্কৃতরা সবাই এই আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু, সদস্য মাহবুব মাদবর, শামীম চৌধুরী,,সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান, শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন এবং সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লাকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের সবাইকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের বিপরীতে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ছেন উপজেলা বিএনপির দুই নেতা। এই বিদ্রোহী প্রার্থীদের পক্ষে সরাসরি অবস্থান নেওয়ায় নেতাকর্মীদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নিল কেন্দ্র। মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া মুঠোফোনে জানান, শিবচরের পাশাপাশি মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনেও বিদ্রোহী প্রার্থী থাকায় সেখানেও আরও কয়েকজনকে বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তবে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে কোনো বিদ্রোহী প্রার্থী না থাকায় সেখানে আপাতত এমন কোনো সম্ভাবনা নেই।