৩ কর্মীর উপর হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৬, ১০:৫৪ পিএম
৩ কর্মীর উপর হামলা, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

পটুয়াখালীর কলাপাড়ায় ধানের শীষের সমর্থকদের বিরুদ্ধে ১০ দলীয় ঐক্য জোটের ৩ কর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের মধ্যে ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর অর্থ সম্পাদক আবদুল কাইয়ুম কুতুব (৪৮) ও ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অর্থ সম্পাদক জামাল হোসেন (৩০) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত ধুলাস্বর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. ইলিয়াস (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাস্বর ইউনিয়নের নতুনপাড়া গ্রামের মাঝি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত ৩ জনের বাড়ি ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আহতরা অভিযোগ করেন, দুপুর বারোটার দিকে দেয়াল ঘড়ি প্রতিকের প্রার্থী ডা. জহির উদ্দিনের ওই তিন সমর্থক নতুনপাড়া গ্রামে লিফলেট বিতরন ও ভোট প্রার্থনায় নামেন। এসময় ধানের শীষের সমর্থক জাফর, দেলোয়ার, আনোয়ার ও আবদুল মালেক তাদের প্রচারনায় বাঁধা দিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাদের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। তবে মারধরের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন ধানের শীষের সমর্থকরা। মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, এ ঘটনায় ভূক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে