নোয়াখালী - ২ সেনবাগ - সোনাইমুড়ী আংশিক) আসনে ধানের শীষ মার্কার প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনা চালিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নোয়াখালীর সেনবাগ উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেনকে বহিস্কার করেছে জেলা মৎস্যজীবীদল। বৃহস্পতিবার বহিস্কারাদেশে বলা হয় দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, সেনবাগ উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত হোসেন কে সেনবাগ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হলো। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম। সেনবাগ উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটিকে তাহার সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো। বহিষ্কারের চিঠিতে স্বাক্ষর করেন নোয়াখালী জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত, মোঃ ফরিদ উদ্দিন মিনু।