তালতলীতে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ

এফএনএস (মোঃ আব্দুল মোতালিব; তালতলী, বরগুনা) : | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০২:১৭ পিএম
তালতলীতে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ

বরগুনার তালতলীতে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার (৩০ জানুয়ারী) রাত ৯ টার দিকে শহরের বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নিবার্হী মেজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সেবক মন্ডল। নিবার্হী মেজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যান থেকে ১০০ কেজি নিষিদ্ধ জাটকা মাছ জব্দ করা হয়েছে। এসময় জাটকা পরিবাহনের দায়ে চালক শাকিলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ১৮ এতিমখানা ও হতদরিদ্রের মাঝে এসব মাছ বিতরণ করা হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন এবং নৌ পুলিশ ইনচার্জ সাগর ভদ্র উপস্থিত ছিলেন।