চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ১১ জানুয়ারি শনিবার সকাল ১১টায় জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে আকবরশাহ থানার বিভিন্ন এলাকায় বিশ্ব কলোনি সি ব্লক স্কুল মাঠে দুঃস্থ মানুষদের মাঝে ২ হাজার কম্বল বিতরণ করা হয়। আকবরশাহ থানার সাবেক সভাপতি আব্দুস সাত্তার সেলিমের সভাপতিত্বে বিএনপির নেতা রায়হান উদ্দিন প্রধান ও যুবদল নেতা ইলিয়াছ খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম মহাসচিব অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী সালাউদ্দিন, জহুরুল আলম জহুর, মোরসালিন প্রমুখ নেতৃবৃন্দ ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যাপক আসলাম চৌধুরী বলেন, আমরা একটি উন্নত রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছি। স্বৈরাচারী শাসক দেশকে ধ্বংস করে পালিয়ে গেছে। তাই এ দেশকে উন্নত বাংলাদেশে রূপান্তর করতে দিনরাত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ৫ আগস্ট ছাত্র আন্দোলনের বিজয় রাষ্ট্রকে মেরামত করেই রক্ষা করতে হবে। গরিব-দুঃখীদের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। দেশ আজও ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা পায়নি। তারা বিভিন্ন ছদ্মবেশে দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা ছড়াতে মরিয়া। এইসব ষড়যন্ত্রকারীদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির নেতা নূর চৌধুরী, জমির আহমেদ, হাবিবুর রহমান হাবিব, শহীদুল্লাহ বাহার, শাহরিয়ার জিয়া, সখিনা বেগম, আবদুর রহিম স্বজল, ফজলু মাস্টার, নূর বক্স মিলন, আবদুর রব বিজয়, মীর জাহাঙ্গীর, কপিল উদ্দিন নজরুল, মহিউদ্দিন ও আব্দুল হাকিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।