গাজীপুর -১আসন

লেবার পার্টির প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ লাঞ্ছিত

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ৩১ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৫ পিএম
লেবার পার্টির প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ লাঞ্ছিত
গাজীপুর-১ আসনের বাংলাদেশ লেবার পার্টির এমপি প্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণায় বাধা ও তাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রার্থী নিজেই বাদী হয়ে কালিয়াকৈর থানায় ১৮৯৭ নং সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে বাংলাদেশ লেবার পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী জানান, শনিবার বিকেল পৌনে ৫টার দিকে আমি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের সলঙোবাজারে যাই। সেখানে এক সভায় বক্তব্য দেওয়ার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এসে বাধা দেয়। পরে সংক্ষিপ্ত ভাবে বক্তব্য শেষ করে পাশের একটি স্টলে চা খেতে বসলে সেখানে অজ্ঞাত রাজনৈতিক দলের অজ্ঞাত ব্যাক্তি আসিয়া আমাকে হুমকি দিয়ে বলেন আপনি এখান থেকে চলে যান এখানে আমাদের মিটিং আছে বলে লাঞ্চিত করে। এখানে পরিস্থিতি অবনতি হলে সেখান থেকে চলে আসতে বাধ্য হই। এ বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ ঘটনায় চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে