ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নির্বাচনী সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে দেশকে উদ্ধার করার সক্ষমতা একমাত্র বিএনপিরই রয়েছে। জনগণ আর অতীতের রাজনৈতিক সংকটে ফিরে যেতে চায় না; তারা চায় একটি মানবিক, গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশ। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুতুল বলেন, গত দেড় দশকে দেশে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে এবং বিভাজনের রাজনীতি সমাজে ঘৃণা ও বৈষম্য বাড়িয়েছে। রাজনৈতিক মতভেদ থাকলেও জনগণের মধ্যে সহাবস্থান ও সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, লালপুর-বাগাতিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে অবকাঠামোগত সমস্যার সমাধান হয়নি। মরহুম ফজলুর রহমান পটলের মৃত্যুর পর এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম কার্যত থমকে গেছে বলে দাবি করেন তিনি। একটি আধুনিক ও উন্নয়নমুখী অঞ্চল গড়তে ভোটারদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিএনপি মনোনীত ধানের শীষের এই প্রার্থী। দলের অভ্যন্তরীণ বিভ্রান্তি প্রসঙ্গে সতর্ক করে পুতুল বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সংগঠন দুর্বল করার চেষ্টা জনগণ মেনে নেবে না। তিনি দাবি করেন, ক্ষমতার পালাবদলের পরও প্রতিশোধের রাজনীতি নয়, বরং সহনশীল ও দায়িত্বশীল আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমান, সাবেক যুগ্ম-আহ্বায়ক নেকবর হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা টিটু সহ বিএনপি যুবদল ছাত্রদল সহ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক নারী পুরুষ।