বাংলাদেশে নির্বাচিত সরকার এলে সম্পর্ক হবে স্বাভাবিক: ভারতের সেনাপ্রধান

এফএনএস ডেস্ক | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৫, ০৯:১৬ পিএম
বাংলাদেশে নির্বাচিত সরকার এলে সম্পর্ক হবে স্বাভাবিক: ভারতের সেনাপ্রধান

বাংলাদেশে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দুই দেশের সার্বিক সম্পর্ক স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের সামরিক সম্পর্ক এখনও আগের মতোই মজবুত। তবে সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে নির্বাচিত সরকারের উপস্থিতি গুরুত্বপূর্ণ।

সোমবার (আর্মি ডে) উপলক্ষে সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল দ্বিবেদী। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন এবং এর প্রভাব নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। কোনো রকম শত্রুতা দুই দেশের স্বার্থের জন্য ক্ষতিকর। আমরা প্রতিবেশী; একসঙ্গে থাকতে হবে এবং একে অপরকে বুঝতে হবে।”

তিনি আরও জানান, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। রাজনৈতিক পালাবদলের সময় থেকে নিয়মিত যোগাযোগে ছিলেন তারা। “গত ২৪ নভেম্বর আমরা ভিডিও কনফারেন্সে কথা বলেছি এবং আমাদের সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সামরিক মহড়া সাময়িকভাবে স্থগিত থাকলেও পরিস্থিতি স্থিতিশীল হলে তা আবার শুরু হবে।”

জেনারেল দ্বিবেদী বলেন, "বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্তজুড়ে দীর্ঘ সম্পর্ক রয়েছে। কোনো রকম বিরোধ এ অঞ্চলের শান্তি এবং সমৃদ্ধিকে ব্যাহত করবে। কৌশলগতভাবে উভয় দেশ পরস্পরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

আপনার জেলার সংবাদ পড়তে