শেরপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) : | প্রকাশ: ১৪ জানুয়ারী, ২০২৫, ০৪:১৫ পিএম
শেরপুরে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াসিন (২৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) রাত নয়টার দিকে উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রামের নিজ বসতঘর  থেকে  মরদেহটি  উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন ওই গ্রামের হারেজ আলীর ছেলে।

জানা গেছে, গত প্রায় ৫-৬ আগে উপজেলার পশ্চিম বাগিচাপুর গ্রামের নাহিদা বেগমকে পারিবারিকভাবে বিয়ে করেন ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে চলে যান। তিন মাস থাকার পর গত কয়েকদিন হলো বাড়িতে আসেন। সোমবার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি আসেন এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে যান তিনি। সন্ধ্যায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে ঘরের ভিতরে প্রবেশ করলে ইয়াসিনকে গলায় রশি দিয়ে ঘরের ধর্ণায় (আড়া) ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ইয়াসিনের মরদেহ উদ্ধার করে । 

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, নিহত ইয়াসিনের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।