বেগমগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলামের সঞ্চালনায়,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের নোয়াখালী জেলা সেক্রেটারি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।
বিএনপির বেগমগঞ্জ উপজেলা সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সভাপতি জহির উদ্দিন হারুন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন (জিএস সুমন), বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জ লিটন দেওয়ান, ছাত্র সমন্বয়ক ফরহাদুল ইসলাম ফরহাদ।
এর পূর্বে একই ভ্যানুতে আন্তঃকলেজ বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে ৮নং বেগমগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান কর্তৃক ব্যাডমিন্টন টুর্ণামেন্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়।
১৪ নং হাজীপুর ইউনিয়ন ফুটবলে বিজয়ী হয়। এছাড়াও পিঠা উৎসবের আয়োজন করা হয়।