মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করুণ: সাবেক এমপি হাবিব

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম | প্রকাশ: ১৫ জানুয়ারী, ২০২৫, ০৫:৪০ পিএম
মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করুণ: সাবেক এমপি হাবিব

বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে শৃঙ্খলার মধ্য দিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। সকলকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। ৩১দফা বাস্তবায়নে সকলকে সাংগঠনিক কর্মকাণ্ড নিষ্ঠার সাথে পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। খুব শীঘ্র গণতান্ত্রিক পন্থায় প্রথমে ওয়ার্ড ও ইউনিয়ন, পরে থানাসহ অন্যন্য কমিটি গঠন করতে হবে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কলারোয়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, দেশের পরিবর্তিত এ অবস্থায় তারুণ্য নির্ভর নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে। সততা ও নিষ্ঠার সাথে সংগঠনের জন্য সকলকে নিবেদিতপ্রাণ হতে হবে।

সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হেসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ইব্রাহীম হোসেন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান মুকুল,  আমিনুর রহমান, সহকারী অধ্যাপক সাহাদাৎ হোসেন, মাফুজার রহমানখান চৌধুরী, রফিকুল ইসলাম, মাস্টার আজিজুর রহমান, জহুরুল ইসলাম, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, ডা. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল মাজেদ, নুর ইসলাম, ডা. আব্দুল মজিদ, আনিছুর রহমান, ফজলুর রহমান মোল্লা, রওশন গাজী, সাবেক মেম্বার মুজিবর রহমান, রাশিদা আশরাফ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা যুবদল আহবায়ক এমএ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা কৃষকদলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবকদলের মোশারফ হোসেন প্রমুখ।  সভায় বক্তারা সংগঠনের বর্তমান পরিস্থিতি ও আগামীতে করণীয় নানা বিষয়ে আলোচনা করেন

আপনার জেলার সংবাদ পড়তে