কটিয়াদীতে যান্ত্রিক উপায়ে চারা রোপনের উদ্বোধন

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ১৬ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ পিএম
কটিয়াদীতে যান্ত্রিক উপায়ে চারা রোপনের উদ্বোধন

কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার পৌর এলাকার বোয়ালিয়া ব্লকে সমলয় পদ্ধতিতে চারা রোপনের মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার মো. শফিকুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলাম। লোহাজুরী ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার মো. মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ আজহার মাহমুদ, কটিয়াদী প্রেসক্লাবের সদস্যসচিব মো.মাইনুল হক মেনু, কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পাঠান, কটিয়াদী ব্লকের উপসহকারী কৃষি অফিসার মঈনুল ইসলাম, আবু বকর সিদ্দিক, বনগ্রাম ইউনিয়ন ব্লকের উপ সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির, সাবেক মেম্বার সোনা মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে চারা রোপনের মাধ্যমে কৃষি ক্ষেত্রে আধুনিকায়নে আরেকধাপ এগিয়ে গেলো। এর প্রসার যত বৃদ্ধি পাবে কৃষি ও কৃষকের প্রভুত উন্নতি সাধিত হবে।  

আপনার জেলার সংবাদ পড়তে